গীতসংহিতা 57:4-10 SBCL

4 খিদেয় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি;তাদের দাঁত যেন বর্শা আর তীর,আর জিভ্‌ ধারালো তলোয়ার।

5 হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক;তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।

6 তারা আমার চলার পথে জাল পেতেছে;অত্যাচারে আমি ভেংগে পড়েছিলাম;তারা আমার পথে গর্ত খুঁড়েছে,কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]

7 হে ঈশ্বর, আমার মন স্থির আছে, টলে নি;আমি গান গাইব, গানের সুর তুলব।

8 হে আমার অন্তর, জেগে ওঠো;বীণা ও সুরবাহার, জেগে ওঠো;আমি ভোরকে জাগিয়ে তুলব।

9 হে প্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব,তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;

10 কারণ তোমার অটল ভালবাসা যেন আকাশ ছুঁয়েছে,তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।