7 তুমিই সমুদ্রের গর্জন নীরব করে দাও,নীরব করে দাও তার ঢেউয়ের গর্জন আর জাতিদের গোলমাল।
8 সব লোক, এমন কি, অনেক দূরের লোকেরাওতোমার আশ্চর্য চিহ্ন-কাজ দেখে ভয় পায়;সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ততুমিই আনন্দ-গানে সব জায়গা পূর্ণ করে থাক।
9 তুমিই পৃথিবীর মাটির উপর নজর রাখআর তাতে জল দিয়ে থাক;তুমিই তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও;তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে;তুমি মানুষকে ফসল দিয়ে থাক।এইভাবে তুমি মাটি তৈরী করে থাক-
10 চাষ-করা জমির খাঁজগুলো তুমি জল ভরে দাওআর তার দু’ধার সমান কর;ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম করআর তাতে নতুন গজানো চারাকে আশীর্বাদ কর।
11 তুমি বছরকে অনেক আশীর্বাদ দিয়ে মংগল করেছ;তোমার চলার পথে প্রচুর আশীর্বাদ ঝরে পড়ে।
12 তা ঝরে পড়ে পশু চরাবার মাঠে মাঠে;পাহাড়গুলোর গায়ে যেন আনন্দের পোশাক রয়েছে।