গীতসংহিতা 68:11-17 SBCL

11 প্রভু লোকদের আদেশ দেন;মংগলের খবর ঘোষণাকারী স্ত্রীলোকেরা সংখ্যায় অনেক।

12 ঐ স্ত্রীলোকেরা বলে,“সৈন্যদলের রাজারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে,আর ঘরে থাকা স্ত্রীলোকেরা লুটের মাল ভাগ করে নিচ্ছে।

13 চারপাশে ভেড়ার খোয়াড়ের মাঝখানে তোমরা যখন শুয়ে থাক,তখন তোমাদের এমন ঘুঘুর মত দেখতে লাগেযার ডানা রূপায় ঢাকা আর পালক সোনায় মোড়ানো।

14 সর্বশক্তিমান ঈশ্বর যখন দেশের মধ্যে রাজাদের ছড়িয়ে দিলেনতখন সল্‌মোন পাহাড়ের উপর বরফ পড়ছিল।”

15 বাশনের পাহাড়ের সারি অনেকখানি জায়গা জুড়ে রয়েছে;তার অনেকগুলো চূড়া।

16 ওহে অনেক চূড়ার পাহাড়,ঈশ্বর যে পাহাড়কে নিজে থাকার জন্য বেছে নিয়েছেনতুমি হিংসার চোখ নিয়ে কেন তার দিকে চেয়ে আছ?সেটাই তো সদাপ্রভুর চিরকালের বাসস্থান।

17 ঈশ্বরের রথ হাজার হাজার, লক্ষ লক্ষ;প্রভু সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন,যেমন তিনি সিনাই পাহাড়ে ছিলেন।