10 সেজন্য ঈশ্বরের লোকেরা মন্দ পথে ফিরে যায়আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।
11 তারা বলে, “ঈশ্বর কি করে জানবেন?মহান ঈশ্বরের মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?”
12 এরাই হল সেই দুষ্ট লোকেরাযারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে।
13 আমার অন্তরকে আমি মিছামিছি খাঁটি রেখেছি,আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি।
14 সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি;প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি।
15 যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম,তবে এই কালের তোমার লোকদের কাছেআমি অবিশ্বস্ত হতাম।
16 আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলামতখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;