16 হে ঈশ্বর, সাগরের জল তোমাকে দেখেছিল;তোমাকে দেখে জল অস্থির হয়ে উঠল,তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।
17 মেঘ জল ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল;তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্কাতে লাগল।
18 ঘূর্ণিঝড়ে তোমার বাজের শব্দ শোনা গেল,তোমার বিদ্যুতের ঝলক্ জগৎ আলোময় করল;পৃথিবী কাঁপল ও টলমল করে উঠল।
19 সাগরের মধ্য দিয়ে তুমি পথ করে দিলে,গভীর জলের মধ্য দিয়ে তুমি পথ করে দিলে,কিন্তু তোমার পায়ের চিহ্ন সেখানে দেখা যায় নি।