1 হে সদাপ্রভু, আমাদের প্রভু,সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ;স্বর্গে তোমার মহিমা তুমি স্থাপন করেছ।
2 ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকেতুমি শক্তির দুর্গ করেছ;তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ,যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদেরতুমি থামিয়ে দিতে পার।
3 আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে তাকাইআর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,
4 তখন ভাবি, মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর?মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?