1 ঈশ্বর, যিনি আমাদের শক্তি, তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর;যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ের ধ্বনি কর।
2 গান শুরু কর, খঞ্জনি বাজাও;বাজাও মধুর বীণা আর সুরবাহার।
3 আমাদের পর্বের দিন অমাবস্যায় আর পূর্ণিমায় শিংগা বাজাও;
4 ওটাই ইস্রায়েলের নিয়ম, যাকোবের ঈশ্বরের আইন।