5 হে প্রভু, তুমি মংগলময় ও ক্ষমাশীল;যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালবাসায় ভরপুর।
6 হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও;আমার মিনতির কান্না তুমি শোন।
7 বিপদের দিনে আমি তোমাকে ডাকব,কারণ তুমি আমাকে উত্তর দেবে।
8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই;তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না।
9 হে প্রভু, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসেতোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করবে;তারা তোমার গুণগান করবে।
10 তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাক;একমাত্র তুমিই ঈশ্বর।
11 হে সদাপ্রভু, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও,যাতে আমি তোমার সত্যে চলতে পারি;তোমাকে ভক্তি করার জন্যআমার দোটানা অন্তরকে তুমি এক কর।