1 হে সদাপ্রভু, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, আমি দিনরাত তোমার কাছে কাঁদছি।
2 তোমার সামনে আমার প্রার্থনা উপস্থিত হোক;তুমি আমার কান্না শোন;
3 কারণ আমার অন্তর দুঃখে ভরা;আমার প্রাণ প্রায় মৃতস্থানের কাছে চলে গেছে।
4 যারা মৃতস্থানে যাবে তাদের মধ্যেই আমাকে ধরা হয়েছে;শক্তিশালী হয়েও যে শক্তিহীন হয়ে পড়েছেআমি তারই মত হয়েছি।