35 আমার পবিত্রতার শপথ করে আমি একবারই বলে রেখেছি-আমি দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না;
36 তার বংশ চিরকাল থাকবে;তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।
37 আকাশের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মততা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা]
38 কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ;তোমার অভিষিক্ত লোকের প্রতি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ।
39 তোমার দাসের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছতা তুমি পায়ে মাড়িয়েছ;তাঁর মুকুট তুমি মাটিতে ফেলে অশুচি করেছ।
40 তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ;তাঁর সব দুর্গ ধ্বংস করেছ।
41 যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে;তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন।