1 হে প্রভু, বংশের পর বংশ ধরে তুমিই আমাদের বাসস্থান।
2 যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি,জগৎ ও পৃথিবীর সৃষ্টি হয় নি,তার আগে থেকেই অনন্তকাল পর্যন্ত তুমিই ঈশ্বর।
3 মানুষকে তুমি ধূলিতে ফিরিয়ে নিয়ে যাও;তুমি বলে থাক, “হে মানুষের সন্তানেরা,তোমরা আবার ধূলিতে ফিরে যাও।”
4 তোমার চোখে হাজার বছর যেন চলে যাওয়া গতকাল,যেন রাতের একটা প্রহর মাত্র।
5 তুমি মানুষকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ,তারা স্বপের মত;তারা যেন সকাল বেলার ঘাস, নতুন করে বেড়ে ওঠা ঘাস।
6 সকালে তা গজিয়ে উঠে বেড়ে উঠতে থাকে;সন্ধ্যায় তা শুকিয়ে শেষ হয়ে যায়।
7 তোমার ক্রোধে আমরা শেষ হয়ে যাই;তোমার জ্বলন্ত ক্রোধে ভীষণ ভয় পাই।