1-3 হে সদাপ্রভু, মহান ঈশ্বর, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলেতোমাকে ধন্যবাদ দেওয়া,তোমার প্রশংসা-গান করা,সকালে তোমার অটল ভালবাসার কথাআর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করাকত না আনন্দের ব্যাপার!
4 হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে;তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব।
5 হে সদাপ্রভু, তোমার সব কাজ কেমন মহৎআর তোমার চিন্তা কত গভীর!
6 যার অন্তর অসাড় সে তা জানে না;যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না।
7 দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠেআর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি,তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
8 কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল সবার উপরে থাকবে।