1 সুখী সেই ব্যক্তি, যার অধর্ম মাফ হয়েছে,যার গুনাহ্ আচ্ছাদিত হয়েছে।
2 সুখী সেই ব্যক্তি,যার পক্ষে মাবুদ অপরাধ গণনা করেন না,ও যার রূহে প্রবঞ্চনা নেই।
3 আমি যখন চুপ করেছিলাম,আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল,কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।
4 কারণ দিনরাত তোমার হাত আমাকে শাস্তি দিচ্ছিল,আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হচ্ছিল।
5 আমি তোমার কাছে আমার গুনাহ্ স্বীকার করলাম,আমার অপরাধ আর গোপন করলাম না,আমি বললাম, “আমি মাবুদের কাছে নিজের অধর্ম স্বীকার করবো,”তাতে তুমি আমার গুনাহ্র অপরাধ মোচন করলে।