1 হে মাবুদ, তোমার বলে বাদশাহ্ আনন্দ করেন,তিনি তোমার সাহায্য লাভে কতই উল্লসিত হন।
2 তুমি তাঁর মনোবাঞ্ছা পূর্ণ করেছ,তাঁর ওষ্ঠের মুনাজাত অস্বীকার কর নি।[সেলা।]
3 কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাঁর সম্মুখবর্তী হয়েছ,তুমি তাঁর মাথায় সোনার মুকুট দিয়েছ।
4 তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করেছিলেন,তুমি তাঁকে অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়েছ।
5 তোমার সাহায্য লাভে তিনি মহাগৌরবান্বিত;তুমি তাঁর উপরে গৌরব ও মহিমা রেখেছ।
6 তুমি তাঁকে চিরস্থায়ী দোয়াযুক্ত করেছ,তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
7 কারণ বাদশাহ্ মাবুদের উপর নির্ভর করেন,সর্বশক্তিমানের অটল মহব্বতে তিনি বিচলিত হবেন না।
8 তোমার হাত তোমার সমস্ত দুশমনকে ধরবে;তোমার ডান হাত তোমার বিদ্বেষীদেরকে ধরবে।
9 তুমি তোমার ক্রোধের সময়ে তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডস্বরূপ করবে;মাবুদ ক্রোধে তাদেরকে গ্রাস করবেন,আগুন তাদেরকে পুড়িয়ে ফেলবে।
10 তুমি উচ্ছিন্ন করবে দুনিয়া থেকে তাদের ফল,মানবজাতির মধ্য থেকে তাদের বংশ।
11 কেননা তারা তোমার বিরুদ্ধে কুসঙ্কল্প করলো;তারা কুমন্ত্রণা করলো, তা সিদ্ধ করতে পারে না।
12 কেননা তুমি তাদেরকে ফিরিয়ে দেবে,তুমি তাদের মুখ তোমার ধনুকে লক্ষ্যবস্তু করবে।
13 হে মাবুদ, নিজের বলে উন্নত হও;আমরা তোমার পরাক্রমের গান গাইব ও প্রশংসা করবো।