জবুর শরীফ 65 BACIB

জবুর

1 হে আল্লাহ্‌, সিয়োনে প্রশংসা তোমার অপেক্ষা করে,তোমার উদ্দেশে মানত পূর্ণ করা যাবে।

2 হে মুনাজাত-কবুলকারী,তোমারই কাছে সমস্ত মানুষ আসবে।

3 অপরাধগুলো আমার থেকেও প্রবল,তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করবে।

4 সুখী সেই, যাকে তুমি মনোনীত করে কাছে আন,সে তোমার প্রাঙ্গণে বাস করবে;আমরা পরিতৃপ্ত হব তোমার গৃহের উত্তম দ্রব্যে,তোমরা পবিত্র বায়তুল-মোকাদ্দসের উত্তম দ্রব্যে।

5 হে আমাদের উদ্ধারের আল্লাহ্‌,তুমি ধার্মিকতায় মহৎ কাজ দ্বারা আমাদেরকে উত্তর দেবে;তুমি দুনিয়ার সমস্ত প্রান্তের,এবং দূরবর্তী সমুদ্রবাসীদের বিশ্বাস-ভূমি।

6 তুমি নিজের শক্তিতে পর্বতমালার স্থাপনকর্তা;তুমি পরাক্রমে বদ্ধকটি।

7 তুমি সমুদ্রের গর্জন, তার তরঙ্গের গর্জন,ও জাতিদের কোলাহল শান্ত করে থাক।

8 আর দূরের নিবাসীরা তোমার সমস্ত চিহ্ন-কাজ দেখে ভয় পায়;তুমি প্রত্যুষের ও সন্ধ্যাবেলার উদয়স্থানকে আনন্দ-গীতিময় করে থাক।

9 তুমি দুনিয়ার তত্ত্বাবধান করছো,ওতে পানি সেচন করছো,তা অতিশয় উর্বর করছো;আল্লাহ্‌র নদী পানিতে পরিপূর্ণ;এভাবে ভূমি প্রস্তুত করে তুমি মানুষের জন্য শস্য প্রস্তুত করে থাক।

10 তুমি তার সমস্ত সীতা জলসিক্ত করে থাক,তার সমস্ত আল সমান করে থাক,তুমি বৃষ্টি দ্বারা তা কোমল করে থাক,তার অঙ্কুরকে দোয়া করে থাক।

11 তুমি তোমার উপচয় দিয়ে বছরকে মুকুট পরিয়ে থাক,তোমার ঘোড়ার গাড়ি পুষ্টিকর দ্রব্যে উপচে পড়ে।

12 তা মরুভূমিস্থ চরাণি-স্থান সকলেতে উপচে পড়ে;এবং উপপর্বতগুলো হর্ষরূপ পরিচ্ছদ পায়।

13 সমস্ত মাঠ ভেড়ার পালে ভূষিত হয়,সমস্ত উপত্যকা শষ্যে আচ্ছাদিত হয়;তারা আনন্দধ্বনি করে, তারা গান করে।