1 হে মাবুদ, আমার উদ্ধারের আল্লাহ্,আমি দিনে ও রাতে তোমার সম্মুখে কান্নাকাটি করেছি।
2 আমার মুনাজাত তোমার সাক্ষাতে উপস্থিত হোক;আমার কাতরোক্তিতে কান দাও।
3 কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ,আমার জীবন পাতালের নিকটবর্তী।
4 যারা কবরে নেমে যায় আমি তাদের সঙ্গে গণিত,আমি শক্তিহীন মানুষের সমান হয়েছি।
5 আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত,আমি কবরে শায়িত নিহতদের মত,যাদেরকে তুমি আর স্মরণ কর না;তারা তোমার হাত থেকে বিচ্ছিন্ন রয়েছে।
6 তুমি আমাকে নিম্নতম গর্তে রেখেছ,অন্ধকারে ও গভীর স্থানে রেখেছ।
7 আমার উপরে তোমার ক্রোধ চেপে আছে,তুমি তোমার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করেছ। [সেলা।]
8 তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ,তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ;আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না।
9 আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে,আমি প্রতিদিন তোমাকে ডেকেছি,হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।
10 তুমি কি মৃতদের পক্ষে আশ্চর্য কাজ করবে?মৃতরা কি উঠে তোমার প্রশংসা গান করবে? [সেলা।]
11 কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত,বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হবে?
12 অন্ধকারে কি তোমার অলৌকিক কাজ,বিস্মৃতির দেশে কি তোমার ধর্মশীলতা জানা যাবে?
13 কিন্তু, হে মাবুদ, আমি তোমার উদ্দেশে আর্তনাদ করেছি,প্রাতে আমার মুনাজাত তোমার সম্মুখবর্তী হবে।
14 হে মাবুদ, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করছো?আমা থেকে কেন তোমার মুখ আড়াল কর?
15 বাল্যকাল থেকে আমি দুঃখী ও মৃতকল্প;আমি তোমার ত্রাসের ভারে সঙ্কুচিত।
16 তোমার ক্রোধের আগুন আমার উপর দিয়ে গেছে;তোমার ত্রাস আমাকে উচ্ছেদ করেছে।
17 তা সমস্ত দিন পানির মত আমাকে ঘিরে রেখেছে;তা একসঙ্গে আমাকে বেষ্টন করেছে।
18 তুমি প্রেমিক ও সুহৃৎকে আমা থেকে দূর করেছ;অন্ধকারই আমার ঘনিষ্ট সঙ্গী।