1 দুনিয়া ও সমস্ত বস্তু মাবুদেরই;দুনিয়া ও তার নিবাসীরা তাঁর।
2 কেননা তিনিই সমস্ত সমুদ্রের উপরে তা স্থাপন করেছেন,নদীগুলোর উপরে তা দৃঢ় করে রেখেছেন।
3 কে মাবুদের পর্বতে উঠবে?কে তাঁর পবিত্র স্থানে দণ্ডায়মান হবে?
4 যার হাত নির্দোষ ও অন্তঃকরণ বিমল,যে মিথ্যার দিকে প্রাণ উত্তোলন করে নি,ছলনার সঙ্গে শপথ করে নি।
5 সেই ব্যক্তিই মাবুদের কাছ থেকে দোয়া পাবে,তার উদ্ধারের আল্লাহ্র কাছ থেকে ধার্মিকতা পাবে।
6 এই তাঁর অন্বেষণকারীদের বংশ;এরা তোমার মুখের অন্বেষণকারী, হে ইয়াকুবের আল্লাহ্। [সেলা।]
7 হে তোরণদ্বারগুলো, মস্তক তোল;হে প্রাচীন সমস্ত কবাট, উত্থিত হও;প্রতাপের বাদশাহ্ প্রবেশ করবেন।
8 সেই প্রতাপের বাদশাহ্ কে?মাবুদ পরাক্রমী ও বীর, মাবুদ যুদ্ধবীর।
9 হে তোরণদ্বারগুলো, মাথা তোল;হে প্রাচীন কবাটগুলো, মাথা উত্থাপন কর;প্রতাপের বাদশাহ্ প্রবেশ করবেন।
10 সেই প্রতাপের বাদশাহ্ কে?তিনি বাহিনীগণের আল্লাহ্, তিনিই প্রতাপের বাদশাহ্। [সেলা।]