জবুর শরীফ 137 BACIB

জবুর

1 ব্যাবিলনীয় নদীগুলোর তীরে,সেখানে আমরা বসতাম আর কাঁদতাম,যখন সিয়োনকে মনে পড়তো।

2 আমরা সেই স্থানের বাইশী গাছেনিজ নিজ বীণা টাঙ্গিয়ে রাখতাম।

3 কারণ যারা আমাদের বন্দী করে নিয়ে গেছে তারাআমাদের কাছে গজল শুনতে চাইত,আমাদের জুলুমকারীরা আনন্দের আওয়াজ শুনতে চাইত,বলতো, ‘আমাদের কাছে সিয়োনের একটা গজল গাও।’

4 আমরা কেমন করে বিজাতীয় ভূমিতেমাবুদের গজল গাইতে পারি?

5 জেরুশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই,আমার ডান হাতও আমাকে ভুলে যাক।

6 আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক,যদি আমি তোমাকে মনে না করি,যদি আমার পরমানন্দ থেকে জেরুশালেমকে বেশি মহব্বত না করি।

7 হে মাবুদ, জেরুশালেমের পতনের দিনইদোম-সন্তানেরা কি করেছিল তা স্মরণ কর;তারা বলেছিল, ‘উৎপাটন কর, ওর মূল পর্যন্ত উৎপাটন কর।’

8 হে ব্যাবিলন-কন্যা, হে বিনাশপাত্রি,সুখী সেই, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে,যেরকম তুমি আমাদের প্রতি করেছ।

9 সুখী সেই, যে তোমার শিশুদেরকে ধরে,আর শৈলের উপরে আছড়ায়।