জবুর শরীফ 32 BACIB

জবুর

1 সুখী সেই ব্যক্তি, যার অধর্ম মাফ হয়েছে,যার গুনাহ্‌ আচ্ছাদিত হয়েছে।

2 সুখী সেই ব্যক্তি,যার পক্ষে মাবুদ অপরাধ গণনা করেন না,ও যার রূহে প্রবঞ্চনা নেই।

3 আমি যখন চুপ করেছিলাম,আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল,কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।

4 কারণ দিনরাত তোমার হাত আমাকে শাস্তি দিচ্ছিল,আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হচ্ছিল।

5 আমি তোমার কাছে আমার গুনাহ্‌ স্বীকার করলাম,আমার অপরাধ আর গোপন করলাম না,আমি বললাম, “আমি মাবুদের কাছে নিজের অধর্ম স্বীকার করবো,”তাতে তুমি আমার গুনাহ্‌র অপরাধ মোচন করলে।

6 সুতরাং যখন তোমাকে পাওয়া যায়,সমস্ত বিশ্বস্ত লোক তোমার কাছে মুনাজাত করুক,অবশ্য বিপদের সময়ে, জলরাশির প্লাবন তাদের কাছে আসবে না।

7 তুমি আমার অন্তরাল,তুমি সঙ্কট থেকে আমাকে উদ্ধার করবে;রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করবে।[সেলা।]

8 আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাব,তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব।

9 তোমরা ঘোড়া ও খচ্চরের মত হয়ো না, যাদের বুদ্ধি নেই;বল্‌গা ও লাগাম পরিয়ে তাদেরকে দমন করতে হয়,নতুবা তারা তোমার কাছে আসবে না।

10 দুষ্টের অনেক যাতনা হয়;কিন্তু যে ব্যক্তি মাবুদের উপর নির্ভর করে,সে অটল মহব্বতে বেষ্টিত হবে।

11 হে ধার্মিকগণ, মাবুদে আনন্দ কর, উল্লাস কর;হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।