জবুর শরীফ 81 BACIB

জবুর

1 তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর,ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।

2 শুরু কর কাওয়ালী, বাজাও তম্বুরাবাজাও নেবল সহকারে মনোহর বীণা।

3 বাজাও তূরী অমাবস্যায়, বাজাও পূর্ণিমায়,আমাদের উৎসব দিনে।

4 কেননা তা ইসরাইলের বিধি,ইয়াকুবের আল্লাহ্‌র শাসন।

5 তিনি ইউসুফের মধ্যে এই সাক্ষ্য স্থাপন করলেন,যখন তিনি মিসর দেশের বিরুদ্ধে বের হন;আমি একটি বাণী শুনলাম, যা জানতাম না।

6 ‘আমি ওর স্কন্ধকে ভারমুক্ত করলাম,ওর হাত ঝুড়ি থেকে নিষ্কৃতি পেল।

7 তুমি সঙ্কটে ডাকলে আমি তোমাকে উদ্ধার করলাম;আমি বজ্রের অন্তরালে তোমাকে উত্তর দিলাম,মরীবার পানির কাছে তোমার পরীক্ষা করলাম। [সেলা।]

8 হে আমার লোকবৃন্দ, শোন, আমি তোমার কাছে সাক্ষ্য দেব;হে ইসরাইল, তুমি যদি আমার কথা শোন!

9 তোমার মধ্যে বিদেশী কোন দেবতা থাকবে না।তুমি কোন বিজাতীয় দেবতার কাছে সেজ্‌দা করবে না।

10 আমিই মাবুদ তোমার আল্লাহ্‌,আমি তোমাকে মিসর দেশ থেকে উঠিয়ে এনেছি,তোমার মুখ খুলে হ্যাঁ কর, আমি তা পূর্ণ করবো।

11 কিন্তু আমার লোকেরা আমার কথা শুনলো না,ইসরাইল আমাকে চাইল না।

12 তাই আমি তাদেরকে তাদের হৃদয়ের কঠিনতায় ছেড়ে দিলাম;তারা নিজেদের মন্ত্রণায় চললো।

13 আহা, যদি আমার লোকেরা আমার কথা শুনতো,যদি ইসরাইল আমার পথে চলতো!

14 তা হলে আমি তাদের দুশমনদেরকে ত্বরায় দমন করবো,তাদের বিপক্ষদের প্রতিকূলে নিজের হাত ফিরাব।

15 মাবুদের বিদ্বেষীরা তাঁর কর্তৃত্ব স্বীকার করবে;কিন্তু এদের শাস্তি চিরকাল থাকবে।

16 তিনি এদেরকে উৎকৃষ্ট গম ভোজন করাবেন;আমি শৈলস্থ মধু দ্বারা তোমাকে তৃপ্ত করব।’