জবুর শরীফ 27 BACIB

জবুর

1 মাবুদ আমার নূর, আমার উদ্ধার,আমি কাকে ভয় করবো?মাবুদ আমার জীবন দুর্গ,আমি কাকে দেখে ত্রাসযুক্ত হব?

2 দুর্বৃত্তরা যখন আমার মাংস খেতে কাছে এল,তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খেয়ে পড়লো।

3 যদিও সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,তবুও আমার অন্তঃকরণ ভয় পাবে না;যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়,তবুও, তখনও আমি সাহস করবো।

4 মাবুদের কাছে আমি একটি বিষয় যাচ্ঞা করেছি,আমি তারই খোঁজ করবো,যেন জীবনের সমুদয় দিন মাবুদের গৃহে বাস করি,মাবুদের সৌন্দর্য দেখবার জন্য,ও তাঁর বায়তুল মোকাদ্দসে খোঁজ করার জন্য।

5 কেননা বিপদের দিনে তিনি তাঁর কাঁধে আমাকে লুকিয়ে রাখবেন,তাঁর তাঁবুর অন্তরালে আমাকে লুকিয়ে রাখবেন;তিনি শৈলের উপরে আমাকে স্থাপন করবেন।

6 আর এখন আমার চারদিকের দুশমনদের চেয়ে আমার মাথা উন্নত হবে,আমি তাঁর তাঁবুতে আনন্দধ্বনির সঙ্গে উৎসর্গ করবো,আমি মাবুদের উদ্দেশে প্রশস্তি ও গজল গাইব।

7 হে মাবুদ, শোন, আমি স্বরবে আহ্বান করি;আমার প্রতি রহম কর, আমাকে উত্তর দাও।

8 আমার অন্তর তোমাকে বললো, ‘তাঁর মুখের খোঁজ কর’;মাবুদ, আমি তোমার খোঁজ করবো।

9 আমা থেকে তোমার মুখ আচ্ছাদন করো না।ক্রোধে তোমার গোলামকে দূর করো না;তুমি আমার সহায় হয়ে আসছ;হে আমার উদ্ধারের আল্লাহ্‌,আমাকে ফেলে দিও না, ত্যাগ করো না।

10 আমার পিতা-মাতা আমাকে ত্যাগ করেছেন,কিন্তু মাবুদ আমাকে তুলে নেবেন।

11 হে মাবুদ, তোমার পথ আমাকে শেখাও,সমান পথে আমাকে গমন করাও,আমার দুশমনদের জন্য তা কর।

12 আমার বিপক্ষদের ইচ্ছার হাতে আমাকে তুলে দিও না;কেননা মিথ্যাসাক্ষীরা আমার বিরুদ্ধে উঠেছে,তাদের নিঃশ্বাসে নিষ্ঠুরতা বের হয়।

13 আমি বিশ্বাস করেছি যে,আমি জীবিতদের দেশেই মাবুদের মেহেরবানী দেখব।

14 মাবুদের অপেক্ষায় থাক;সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হোক;হ্যাঁ, মাবুদেরই অপেক্ষায় থাক।