জবুর শরীফ 94 BACIB

জবুর

1 হে মাবুদ, তুমি প্রতিফলদাতা আল্লাহ্‌,হে প্রতিফলদাতা আল্লাহ্‌, দেদীপ্যমান হও।

2 উঠ, হে দুনিয়ার বিচারকর্তা,অহঙ্কারী লোকদেরকে অপকারের প্রতিফল দাও।

3 দুষ্টরা কত কাল, হে মাবুদ,দুষ্টরা কত কাল উল্লাস করবে?

4 তারা অনর্থক কথা বলছে, সগর্বে কথা বলছে,দুর্বৃত্তরা সকলে নিজের বিষয়ে গর্ব করছে।

5 হে মাবুদ, তোমার লোকদেরকেই তারা চূর্ণ করছে,তোমার অধিকারকে দুঃখ দিচ্ছে।

6 তারা বিধবা ও প্রবাসীকে হত্যা করছে;এতিমদেরকে মেরে ফেলছে।

7 তারা বলছে, মাবুদ দেখবেন না,ইয়াকুবের আল্লাহ্‌ বিবেচনা করবেন না।

8 হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর;হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

9 যিনি কান সৃষ্টি করেছেন, তিনি কি শুনবেন না?যিনি চোখ গঠন করেছেন, তিনি কি দেখবেন না?

10 যিনি জাতিগুলোর শিক্ষাদাতা, তিনি কি ভর্ৎসনা করবেন না?তিনিই তো মানবজাতিকে জ্ঞান শিক্ষা দেন।

11 মাবুদ মানুষের কল্পনাগুলো জানেন,সেই সকল তো শ্বাসমাত্র।

12 সুখী সেই ব্যক্তি, যাকে তুমি শাসন কর,হে মাবুদ, যাকে তুমি তোমার শরীয়ত থেকে শিক্ষা দাও,

13 যেন তুমি তাকে বিপদ কাল থেকে বিশ্রাম দাও,দুষ্টের জন্য যতদিন কূপ খনন করা না হয়।

14 কারণ মাবুদ তাঁর লোকদেরকে দূর করবেন না,তাঁর অধিকার পরিত্যাগ করবেন না।

15 রাজশাসন ফিরে ধার্মিকতার কাছে আসবে;সরলচিত্ত সকলে তার অনুগামী হবে।

16 কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে?কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?

17 মাবুদ যদি আমার সাহায্য না করতেন,আমার প্রাণ শীঘ্র নিঃশব্দ-স্থানে বসতি করতো।

18 যখন আমি বলতাম, আমার চরণ বিচলিত হল,তখন, হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে সুস্থির রাখত।

19 আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালেতোমার দেওয়া সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।

20 নাফরমানীর সিংহাসন কি তোমার সখা হতে পারে,যা আইন দ্বারা জুলুম রচনা করে?

21 তারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে,নির্দোষের রক্তকে দোষী করে।

22 কিন্তু মাবুদ আমার উঁচু দুর্গ হয়েছেন,আমার আল্লাহ্‌ আমার আশ্রয়-শৈল হয়েছেন।

23 তিনি তাদের অধর্ম তাদেরই উপরে বর্তিয়েছেন,তাদের দুষ্টতায় তাদেরকে উচ্ছিন্ন করবেন;মাবুদ, আমাদের আল্লাহ্‌, তাদেরকে উচ্ছিন্ন করবেন।