জবুর শরীফ 51 BACIB

জবুর

1 হে আল্লাহ্‌, তোমার অটল মহব্বত অনুসারে আমার প্রতি করুণা কর;তোমার প্রচুর করুণা অনুসারে আমার সমস্ত অধর্ম মার্জনা কর।

2 আমার অপরাধ থেকে আমাকে নিঃশেষে ধুয়ে ফেল,আমার গুনাহ্‌ থেকে আমাকে পাক-পবিত্র কর।

3 কেননা আমি নিজে আমার সমস্ত অধর্ম জানি;আমার গুনাহ্‌ সতত আমার সম্মুখে আছে।

4 তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্‌ করেছি,তোমার দৃষ্টিতে যা কুৎসিত, তা-ই করেছি;অতএব তুমি তোমার কালামে ধর্মময়,আপনার বিচারে নির্দোষ রয়েছ।

5 দেখ, জন্মাবধি আমি অপরাধী,মাতার গর্ভে জাত হবার কাল হতেই আমি গুনাহ্‌গার।

6 দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত,তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দেবে।

7 এসব দ্বারা আমাকে গুনাহ্‌ মুক্ত কর, তাতে আমি পবিত্র হব;আমাকে ধুয়ে ফেল, তাতে আমি হিমের চেয়ে সাদা হব।

8 আমাকে আমোদ ও আনন্দের কালাম শোনাও;তোমা দ্বারা চূর্ণিত সমস্ত অস্থি প্রফুল্ল হোক।

9 আমার গুনাহ্‌গুলোর প্রতি মুখ আচ্ছাদন কর,আমার সকল অপরাধ মার্জনা কর।

10 হে আল্লাহ্‌, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃৃষ্টি কর,আমার অন্তরে সুস্থির রূহ্‌কে নতুন করে দাও।

11 তোমার সম্মুখ থেকে আমাকে দূর করো না,তোমার পাক-রূহ্‌কে আমা থেকে হরণ করো না।

12 তোমার উদ্ধারের আনন্দ আমাকে পুনরায় দাও,ইচ্ছুক রূহ্‌ দ্বারা আমাকে ধরে রাখ।

13 আমি অধর্মাচারীদেরকে তোমার পথ শিক্ষা দেব,গুনাহ্‌গারেরা তোমার দিকে ফিরে আসবে।

14 হে আল্লাহ্‌, হে আমার উদ্ধারের আল্লাহ্‌,রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার কর,আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।

15 হে মালিক, আমার ওষ্ঠাধর খুলে দাও,আমার মুখ তোমার প্রশংসা তবলিগ করবে।

16 কেননা তুমি কোরবানীতে প্রীত নহ, হলে তা দিতাম,পোড়ানো-কোরবানীতে তোমার সন্তোষ নেই।

17 আল্লাহ্‌র কোরবানী হল ভগ্ন রূহ্‌;হে আল্লাহ্‌, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না।

18 তুমি তোমার অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর,তুমি জেরুশালেমের প্রাচীর নির্মাণ কর।

19 তখন তুমি ধার্মিকতার কোরবানী,পোড়ানো-কোরবানী ও সমপূর্ণ পোড়ানো-কোরবানীতে প্রীত হবে;তখন লোকে তোমার কোরবানগাহ্‌র উপরে ষাঁড়গুলোর কোরবানী করবে।