জবুর শরীফ 84 BACIB

জবুর

1 হে বাহিনীগণের মাবুদ,তোমার আবাস কেমন প্রিয়!

2 আমার প্রাণ মাবুদের প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, এমন কি, মূর্চ্ছিত হয়,আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত আল্লাহ্‌র উদ্দেশে উচ্চধ্বনি করে।

3 সত্যি, চটকপাখি একটি বাসা পেয়েছে,খঞ্জনপাখি নিজের বাচ্চা রাখার একটি আশ্রয় পেয়েছে;তোমার কোরবানগাহ্‌ই সেই স্থান,হে বাহিনীগণের মাবুদ, আমার বাদশাহ্‌, আমার আল্লাহ্‌।

4 সুখী তারা, যারা তোমার বাড়িতে বাস করে,তারা সতত তোমার প্রশংসা করবে। [সেলা।]

5 সুখী সেই ব্যক্তি, যার বল তোমাতে,সিয়োনগামী রাজপথ যার হৃদয়ে রয়েছে।

6 তারা বাকা-উপত্যকা দিয়ে গমন করে,তারা তা ফোয়ারায় পরিণত করে;প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে।

7 তারা উত্তরোত্তর বলবান হয়ে অগ্রসর হয়,প্রত্যেকে সিয়োনে আল্লাহ্‌র কাছে দেখা দেয়।

8 হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমার মুনাজাত শোন;হে ইয়াকুবের আল্লাহ্‌, কান দাও।[সেলা।]

9 দেখ, হে আল্লাহ্‌, আমাদের ঢাল,দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।

10 কেননা তোমার প্রাঙ্গণে একদিনও হাজার দিনের চেয়ে উত্তম;বরং আমার আল্লাহ্‌র গৃহের গোবরাটে দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়,তবু নাফরমানীর তাঁবুতে বাস করা বাঞ্ছনীয় নয়।

11 কারণ মাবুদ আল্লাহ্‌ সূর্য ও ঢাল;মাবুদ রহমত ও মহিমা প্রদান করেন;যারা সৎ পথে চলে,তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।

12 হে বাহিনীগণের মাবুদ, সুখী সেই ব্যক্তি,যে তোমার উপরে নির্ভর করে।