জবুর শরীফ 141 BACIB

জবুর

1 হে মাবুদ, আমি তোমাকে ডাকছি, আমার পক্ষে ত্বরা কর;আমি তোমাকে ডাকলে আমার ডাকে কান দাও।

2 আমার মুনাজাত তোমার সম্মুখে সুগন্ধি ধূপরূপে,আমার অঞ্জলি-প্রসারণ সান্ধ্য উপহাররূপে সাজান হোক।

3 হে মাবুদ, আমার মুখে প্রহরী নিযুক্ত কর,আমার ওষ্ঠাধরের দরজা রক্ষা কর।

4 কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হতে দিও না,আমি যেন অধর্মাচারী লোকদের সঙ্গে দুষ্কর্মে ব্যাপৃত না হই,এবং ওদের সুস্বাদু খাদ্য ভোজন না করি।

5 ধার্মিক লোক আমাকে প্রহার করুক,বিশ্বস্ত লোক আমাকে সংশোধন করুক,দুষ্টদের তেল আমাকে অভিষেক না করুক,কেননা সব সময় আমার মুনাজাত তাদের নাফরমানী কাজের বিরুদ্ধতা করবে।

6 ওদের শাসনকর্তাদের শৈলের পাশে ফেলে দেওয়া হোক,আর ওরা তখন শুনুক, আমার কথা কত মধুর।

7 ভূমির কর্ষক ও খননকারী যেমন করে,তেমনি পাতালের মুখে আমাদের সমস্ত অস্থি ছড়িয়ে পড়েছে।

8 বাস্তবিক, হে সার্বভৌম মাবুদ,আমার চোখ তোমার দিকে নিবদ্ধ;আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি,আমার প্রাণ বিনষ্ট করো না।

9 আমার জন্য পাতা ফাঁদ থেকে,দুর্বৃত্তদের যন্ত্র থেকে,আমাকে রক্ষা কর।

10 দুষ্ট লোকেরা নিজেদেরই জালে নিজেরাই ধরা পড়ুক;সেই অবসরে আমি উত্তীর্ণ হব।