জবুর শরীফ 109 BACIB

জবুর

1 হে আমার প্রশংসার পাত্র আল্লাহ্‌, নীরব থেকো না।

2 কেননা লোকে আমার বিরুদ্ধে নাফরমানীর মুখ ও ছলের মুখ খুলেছে;তারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সঙ্গে কথা বলেছে।

3 তারা ঘৃণার কথা দিয়ে আমাকে ঘিরে ফেলেছে,এবং অকারণে আমার সঙ্গে যুদ্ধ করেছে।

4 আমার প্রেমের পরিবর্তে তারা আমার বিপক্ষ হয়েছে,কিন্তু আমি মুনাজাতে রত।

5 তারা আমার উপরে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল,আমার প্রেমের পরিবর্তে হিংসা রেখেছে।

6 তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত কর;বিপক্ষ তার ডান পাশে দাঁড়িয়ে থাকুক।

7 বিচারে সে দোষী সাব্যস্ত হোক,তার মুনাজাত গুনাহ্‌রূপে গণিত হোক।

8 তার আয়ু অল্প হোক,অন্য ব্যক্তি তার নেতৃত্বপদ নিয়ে যাক।

9 তার সন্তানেরা এতিম হোক,তার স্ত্রী বিধবা হোক।

10 তার সন্তানেরা ভ্রমণ করতে করতে ভিক্ষা করুক,নিজেদের উৎসন্ন স্থান থেকে দূরে দূরীভূত হোক।

11 মহাজন তার সর্বস্ব আটক করুক,অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।

12 তার প্রতি কৃপা করে, এমন কেউ না থাকুক,তার এতিম সন্তানদের প্রতি কেউ দয়া না করুক।

13 তার ভবিষ্যৎ বংশ উচ্ছিন্ন হোক,পরবর্তী বংশধরের সময়ে তাদের নাম মুছে যাক।

14 তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক,তার মায়ের গুনাহ্‌ মুছে না যাক।

15 সেসব সর্বদা মাবুদের সাক্ষাতে থাকুক,যেন তিনি দুনিয়া থেকে তাদের স্মৃৃতি লোপ করেন।

16 কেননা সে দয়া করার বিষয় বিবেচনা করতো না,কিন্তু তাড়না করতো দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে,ও ভগ্ন হৃদয়ের লোককে, হত্যা করার জন্য।

17 সে বদদোয়া দিতে ভালবাসত, তা তারই প্রতি ঘটলো;দোয়া করতে তার ভাল লাগতো না,তাই সে তা থেকে দূরে রইলো।

18 সে বদদোয়াকে কাপড়ের মত পরতো,তা তার অন্তরে পানির মত প্রবেশ করলো,তার অস্থিতে তেলের মত প্রবিষ্ট হল।

19 তা তার পক্ষে পরিধানের পোশাকের মত,ও প্রতিদিনের কোমড়-বন্ধের মত হোক।

20 আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা দুর্বাক্য বলে,তারা যেন মাবুদ থেকে যেন এই ফল পায়।

21 কিন্তু, তুমি হে মাবুদ, আমার মালিক,নিজের নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর;তোমার অটল মহব্বত মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।

22 কেননা আমি দুঃখী ও দরিদ্র,এবং আমার হৃদয় আহত হয়েছে।

23 আমি সন্ধ্যাকালীন ছায়ার মত বিলীন হচ্ছি,পঙ্গপালের মত ইতস্তত চালিত হচ্ছি।

24 রোজা রেখে রেখে আমার হাঁটু দুর্বল হয়েছে,আমার দেহ ক্ষীণ হয়েছে।

25 আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি;তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে।

26 হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমায় সাহায্য কর,নিজের অটল মহব্বত অনুসারে আমাকে নিস্তার কর,

27 যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত,তুমিই, হে মাবুদ, এসব করেছ।

28 তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো;তারা উঠলে লজ্জিত হবে,কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে।

29 আমার দুশমনরা অপমানে জর্জরিত হবে,পোশাকের মত তারা নিজেদের লজ্জায় আচ্ছাদিত হবে।

30 আমি নিজের মুখে মাবুদের অতিশয় শুকরিয়া করবো,লোকারণ্যের মধ্যে তাঁর প্রশংসা করবো।

31 কারণ তিনি দরিদ্রের পক্ষে দাঁড়িয়ে থাকেন,যেন তাদের থেকে তাকে উদ্ধার করেন যারা তাকে মৃত্যুর শাস্তি দিতে চায়।