1 হে মাবুদ, আমাদের নয়, আমাদের নয়,কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর,তোমার অটল মহব্বতের অনুরোধে, তোমার বিশ্বস্ততার অনুরোধে।
2 জাতিরা কেন বলবে, ‘কোথায় ওদের আল্লাহ্?’
3 আমাদের আল্লাহ্ তো বেহেশতে থাকেন;তিনি যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন।
4 ওদের সমস্ত মূর্তি রূপা ও সোনা,মানুষের হাতের কাজ।
5 মুখ থাকতেও তারা কথা বলে না;চোখ থাকতেও দেখতে পায় না;
6 কান থাকতেও শুনতে পায় না;নাক থাকতেও ঘ্রাণ নিতে পারে না;
7 হাত থাকতেও স্পর্শ করতে পারে না;পা থাকতেও চলতে পারে না;তারা কণ্ঠ দিয়ে কোন আওয়াজ করতে পারে না।
8 যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা,আর যে কেউ সেসব জিনিসের উপর নির্ভর করে।
9 হে ইসরাইল, তুমি মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
10 হারুনের কুল, তোমরা মাবুদের উপরই নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
11 মাবুদের ভয়কারীরা, মাবুদের উপর নির্ভর কর;‘তিনিই তাদের সহায় ও তাদের ঢাল।’
12 মাবুদ আমাদের মনে রেখেছেন;তিনি দোয়া করবেন, ইসরাইলের কুলকে দোয়া করবেন,হারুনের কুলকে দোয়া করবেন।
13 যারা মাবুদকে ভয় করে,তিনি তাদেরকে দোয়া করবেন,ক্ষুদ্র কি মহান সকলকেই করবেন।
14 মাবুদ তোমাদের বৃদ্ধি করুন,তোমাদের ও তোমাদের সন্তানদের বৃদ্ধি করুন।
15 তোমরা মাবুদের দোয়ার পাত্র,তিনি বেহেশতের ও দুনিয়ার নির্মাণকর্তা।
16 বেহেশত মাবুদেরই বেহেশত,কিন্তু তিনি দুনিয়া মানুষকে দিয়েছেন।
17 মৃতেরা মাবুদের প্রশংসা করে না,যারা নিস্তব্ধ স্থানে নামে, তারা কেউ করে না।
18 কিন্তু আমরা মাবুদের শুকরিয়া আদায় করবো,এখন থেকে অনন্তকাল পর্যন্ত করবো।মাবুদের প্রশংসা হোক!