জবুর শরীফ 89 BACIB

জবুর

1 হে মাবুদ, আমি চিরকাল তোমার অটল মহব্বতের গান গাইব,আমি নিজের মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরায় ব্যক্ত করবো।

2 আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে,তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।

3 তুমি বলেছ, ‘আমি নিজের মনোনীত লোকের সঙ্গে নিয়ম করেছি,নিজের গোলাম দাউদের কাছে এই শপথ করেছি;

4 আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপিত করবো,বংশ পরস্পরায় তোমার সিংহাসন গাঁথব।’ [সেলা।]

5 হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের,পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে।

6 কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে?বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?

7 আল্লাহ্‌ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী,তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।

8 হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌!হে মাবুদ, তোমার মত বিক্রমী কে?আর তোমার বিশ্বস্ততা তোমার চারদিকে বিদ্যমান।

9 তুমিই সাগর-গর্জনের উপরে কর্তৃত্ব করছো,তার তরঙ্গমালা উঠলে তুমি তা শান্ত করে থাক।

10 তুমিই রহবকে চূর্ণ করে হত ব্যক্তির সমান করেছ,তুমি নিজের বলবান বাহু দ্বারা তোমার দুশমনদেরকে ছিন্নভিন্ন করেছ।

11 আসমান তোমার, দুনিয়াও তোমার;দুনিয়া ও তার সমস্ত বস্তু তোমারই হাতে স্থাপিত।

12 তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করেছ;তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।

13 তোমার বাহু পরাক্রম-বিশিষ্ট,তোমার হাত শক্তিমান, তোমার ডান হাত সুউচ্চ।

14 ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল;অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার অগ্রগামী।

15 সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে,হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।

16 তারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে,তারা তোমার ধর্মশীলতায় উন্নত হয়;

17 যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা,আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে।

18 কেননা আমাদের ঢাল মাবুদ,আমাদের বাদশাহ্‌ ইসরাইলে পবিত্রতম।

19 একবার তুমি নিজের বিশ্বস্ত এক জন গোলামকে দর্শন দিয়ে কথা বলেছিলে,বলেছিলে, আমি সাহায্য করার ভার এক জন বীরের হাতে তুলে দিয়েছি,আমি লোকদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করেছি।

20 আমার গোলাম দাউদকেই পেয়েছি,আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি।

21 আমার হাত তার দৃঢ় সহায় হবে,আমার বাহু তাকে বলবান করবে।

22 দুশমন তার প্রতি জুলুম করতে পারবে না,নাফরমানীর সন্তান তাকে দুঃখ দিতে পারবে না।

23 আমি তার দুশমনদেরকে তার সম্মুখে চূর্ণ করবো,তার বিদ্বেষিদেরকে আঘাত করবো।

24 কিন্তু আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সঙ্গে থাকবে,আমার নামে তার মাথা উন্নত হবে।

25 আর আমি স্থাপন করবো তার হাত সমুদ্রের উপরে,তার ডান হাত নদ-নদীর উপরে।

26 সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা,আমার আল্লাহ্‌ ও আমার উদ্ধারের শৈল।

27 আবার আমি তাকে প্রথমজাত করবো,দুনিয়ার বাদশাহ্‌দের থেকে সর্বোচ্চ করে নিযুক্ত করবো।

28 আমি তার পক্ষে আমার অটল মহব্বত চিরকাল রক্ষা করবো,আমার নিয়ম তার পক্ষে স্থির থাকবে।

29 আমি তার বংশকে নিত্যস্থায়ী করবো,তার সিংহাসন আসমানের আয়ুর মত করবো।

30 তার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে,ও আমার অনুশাসন অনুসারে না চলে;

31 যদি আমার সমস্ত বিধি লঙ্ঘন করে,ও আমার সমস্ত হুকুম পালন না করে;

32 তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাদের শাস্তি দেব,অধর্মের জন্য নানা ভাবে আঘাত করবো;

33 তবুও তা থেকে আমার অটল মহব্বত হরণ করবো না,আমার বিশ্বস্ততায় মিথ্যা বলবো না।

34 আমি আমার নিয়ম ব্যর্থ করবো না,আমার মুখনির্গত কালাম অন্যথা করবো না।

35 আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি,দাউদের কাছে কখনও মিথ্যা বলবো না।

36 তার বংশ চিরকাল থাকবে,তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের মত হবে।

37 তা চাঁদের মত চিরকাল অটল থাকবে;আকাশের বিশ্বস্ত সাক্ষীর মত থাকবে।[সেলা।]

38 কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করেছ,তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হয়েছ।

39 তুমি নিজের গোলামের নিয়ম ঘৃণা করেছ,তাঁর মুকুট ভূমিতে ফেলে নাপাক করেছ।

40 তুমি তাঁর সমস্ত বেড়া ভেঙ্গে ফেলেছ,তাঁর সমস্ত দুর্গ ধ্বংস করেছ।

41 পথিকেরা সকলে তাঁর দ্রব্য লুট করে;তিনি প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছেন।

42 তুমি তাঁর বিপক্ষদের ডান হাত উঁচু করেছ,তাঁর সমস্ত দুশমনকে আনন্দিত করেছ।

43 হ্যাঁ, তুমি তাঁর তলোয়ারের ধার অকার্যকর করেছ,যুদ্ধে তাঁকে দাঁড়াতে দাও নি।

44 তুমি তাঁকে তেজোহীন করেছ,তাঁর সিংহাসন ভূমিতে নিক্ষেপ করেছ।

45 তুমি তাঁর যৌবনকাল সংক্ষিপ্ত করেছ।লজ্জায় তাঁকে আচ্ছন্ন করেছ।[সেলা।]

46 হে মাবুদ, কত কাল নিত্য লুকিয়ে থাকবে?কত কাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?

47 স্মরণ কর, আমি কেমন ক্ষণস্থায়ী;তুমি মানুষকে কেমন অসারতার জন্য সৃষ্টি করেছ!

48 কোন্‌ মানুষ জীবিত থাকবে, মৃত্যু দেখবে না,কে পাতালের হাত থেকে নিজের প্রাণ মুক্ত করবে? [সেলা।]

49 হে মালিক, তোমার সেই পূর্বকালীন অটল মহব্বত কোথায়?তুমি তো তোমার বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করেছিলে।

50 হে মালিক, তোমার গোলামদের প্রতি কৃত তিরস্কার স্মরণ কর,আমি বলবান জাতিগুলোর তিরস্কার নিজের বক্ষঃস্থলে বহন করি।

51 হে মাবুদ, তোমার দুশমনেরা তিরস্কার করেছে,তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করেছে।

52 মাবুদ ধন্য হোন, চিরকালের জন্য!আমিন, আমিন।