1 হে মাবুদ, আমার মুনাজাত শোন;আমার বিনতিতে কান দাও;তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও।
2 তোমার গোলামকে বিচারে এনো না,তোমার সাক্ষাতে তো কোন প্রাণী ধার্মিক নয়।
3 দুশমন আমার প্রাণকে তাড়না করেছে;সে আমার জীবন ভূমিতে ফেলে চূর্ণ করেছে;সে আমাকে অন্ধকারে বাস করিয়েছে,বহুদিন আগের মৃতদের মত করেছে।
4 এতে আমার রূহ্ হৃদয়ে অবসন্ন হয়েছে,আমার ভিতরে আমার অন্তর অসার হয়েছে।
5 আমি পূর্বকালের সমস্ত দিন স্মরণ করছি,তোমার সমস্ত কাজ ধ্যান করছি,তোমার হাতের কাজ আলোচনা করছি।
6 আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করছি,শুকনো ভূমির মত আমার প্রাণ তোমার আকাঙ্খী। [সেলা।]
7 আমাকে শীঘ্র উত্তর দাও,হে মাবুদ, আমার উৎসাহ শেষ হয়েছে;আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়ে থাকা রেখো না,পাছে যারা গর্তে নেমে যাচ্ছে আমরা তাদের মত হয়ে পড়ি।
8 প্রাতে আমাকে তোমার অটল মহব্বতের কালাম শোনাও,কেননা তোমাতে আমি নির্ভর করছি;আমার গন্তব্য পথ আমাকে জানাও,কেননা আমি তোমার দিকে নিজের প্রাণ উত্তোলন করি।
9 হে মাবুদ, আমার দুশমনদের থেকে আমাকে নিস্তার কর;আমি তোমারই কাছে লুকিয়েছি।
10 তোমার ইচ্ছা পালন করতে আমাকে শিক্ষা দাও;কেননা তুমিই আমার আল্লাহ্;তোমার রূহ্ মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়ে চালাও।
11 হে মাবুদ, তোমার নামের অনুরোধে আমাকে সঞ্জীবিত কর;তোমার ধর্মশীলতায় সঙ্কট থেকে আমার প্রাণ উদ্ধার কর।
12 আর তোমার অটল মহব্বতে আমার দুশমনদেরকে উচ্ছেদ কর,আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর,কেননা আমি তোমার গোলাম।