1 যদি মাবুদ বাড়ি নির্মাণ না করেন,তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে;যদি মাবুদ নগর রক্ষা না করেন,রক্ষক বৃথাই জেগে থাকে।
2 বৃথাই তোমরা খুব ভোরে উঠ ও বিলম্বে শয়ন কর,এবং পরিশ্রমের খাদ্য ভোজন কর,তিনি তাঁর প্রিয়পাত্রকে নিদ্রা দান করেন।
3 দেখ, সন্তানেরা মাবুদের দেওয়া অধিকার,গর্ভের ফল তাঁর দেওয়া পুরস্কার।
4 যেমন বীরের হাতে বাণগুলো,তেমনি যৌবনের সন্তানেরা।
5 সুখী সেই পুরুষ, যার তূণ এরকম বাণে পরিপূর্ণ;তারা লজ্জিত হবে না,যখন তারা তোরণদ্বারে দুশমনদের সঙ্গে কথা বলে।