জবুর শরীফ 34 BACIB

জবুর

1 আমি সর্বসমক্ষে মাবুদের শুকরিয়া আদায় করবো;তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে।

2 আমার প্রাণ মাবুদকে নিয়েই গর্ব করবে;তা শুনে নম্র লোকেরা আনন্দিত হবে।

3 আমার সঙ্গে মাবুদের মহিমা ঘোষণা কর;এসো, আমরা একসঙ্গে তাঁর নামের প্রতিষ্ঠা করি।

4 আমি মাবুদের খোঁজ করলাম,তিনি আমাকে জবাব দিলেন,আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।

5 ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল;তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।

6 এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন,একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।

7 যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে,মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন,আর তাদেরকে উদ্ধার করেন।

8 আস্বাদন করে দেখ, মাবুদ মঙ্গলময়;সুখী সেই ব্যক্তি, যে তাঁর শরণাপন্ন।

9 হে তাঁর পবিত্র ব্যক্তিরা, মাবুদকে ভয় কর,কেননা তাঁর ভয়কারীদের অভাব হয় না।

10 যুবসিংহদের অনটন ও ক্ষুধায় কষ্ট হয়,কিন্তু যারা মাবুদের খোঁজ করে,তাদের কোন মঙ্গলের অভাব হয় না।

11 এসো, বৎসরা, আমার কথা শোন,আমি তোমাদেরকে মাবুদের ভয় শিক্ষা দিই।

12 কোন্‌ ব্যক্তি জীবনে প্রীত হয়,মঙ্গল দেখবার জন্য দীর্ঘায়ু ভালবাসে?

13 তুমি হিংসা থেকে তোমার জিহ্বাকে,ছলনার কথা থেকে তোমার ঠোঁটকে সাবধানে রাখ।

14 মন্দ থেকে দূরে যাও, যা ভাল তা-ই কর;শান্তির খোঁজ কর ও তার অনুধাবন কর।

15 ধার্মিকদের প্রতি মাবুদের দৃষ্টি আছে,তাদের আর্তনাদের প্রতি তাঁর কান আছে।

16 মাবুদের মুখ দুর্বৃত্তদের প্রতিকূল;তিনি ভূতল থেকে তাদের স্মৃতি লোপ করবেন।

17 ধার্মিকেরা কান্নাকাটি করলো, মাবুদ শুনলেন,তাদের সকল সঙ্কট থেকে তাদেরকে উদ্ধার করলেন।

18 মাবুদ ভগ্নচিত্তদের নিকটবর্তী,তিনি তাদের নাজাত করেন যাদেরসকল আশা ধ্বংস হয়ে গেছে।

19 ধার্মিকের বিপদ অনেক,কিন্তু সেসব থেকে মাবুদ তাকে উদ্ধার করেন।

20 তিনি তার সমস্ত অস্থি রক্ষা করেন;তার মধ্যে একখানিও ভগ্ন হয় না।

21 নাফরমানী দুর্জনকে সংহার করবে,ধার্মিকের বিদ্বেষীরা দোষীকৃত হবে।

22 মাবুদ তাঁর গোলামদের প্রাণ মুক্ত করেন;যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তাদের কেউই দোষীকৃত হবে না।