6 হে ইয়াকুবের আল্লাহ্,তোমার ধমক খেয়ে রথ ও ঘোড়া গভীর ঘুমে ঢলে পড়েছে।
7 তুমি, তুমিই ভয়াবহ;তুমি একবার ক্রুদ্ধ হলে কে তোমার সাক্ষাতে দাঁড়াবে?
8 তুমি বেহেশত থেকে বিচারাজ্ঞা শুনালে,দুনিয়া ভয় পেল, নিস্তব্ধ হল,
9 যখন আল্লাহ্ উঠলেন বিচার করার জন্য,দুনিয়ার অত্যাচারিত লোকদের উদ্ধার করার জন্য। [সেলা।]
10 অবশ্য, মানুষের ক্রোধ তোমার প্রশংসা করবে;তুমি ক্রোধের অবশেষ দ্বারা তোমার চারপাশ বাঁধবে।
11 তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে শপথ কর ও তা পূর্ণ কর;তাঁর চারদিকের সকলে সেই ভয়াবহের কাছে উপঢৌকন আনয়ন করুক।
12 তিনি শাসনকর্তাদের সাহস খর্ব করেন;দুনিয়ার বাদশাহ্দের পক্ষে তিনি ভয়াবহ।