1 মাবুদ রাজত্ব করেন, জাতিরা কাঁপছে;তিনি কারুবীদ্বয়ে আসীন, দুনিয়া টলছে।
2 মাবুদ সিয়োনে মহান,তিনি সমস্ত জাতির উপরে উন্নত।
3 তারা তোমার মহৎ ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামের প্রশংসা-গজল করুক;তিনি পবিত্র।
4 বাদশাহ্ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন;তুমি ন্যায়বিধি অটল করেছ,তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ।