জবুর শরীফ 102:21-27 BACIB

21 যেন প্রচারিত হয় সিয়োনে মাবুদের নাম,ও জেরুশালেমে তাঁর প্রশংসা।

22 যখন বিভিন্ন জাতি একত্র হবে,ও সমস্ত রাজ্য একত্র হবে মাবুদের এবাদত করার জন্য।

23 তিনি আমার জীবনকালে আমার বল হ্রাস করেছেন,তিনি আমার আয়ু সংক্ষেপ করেছেন।

24 আমি বললাম, হে আমার আল্লাহ্‌,আয়ুর মধ্যভাগে আমাকে তুলে নিও না;তোমার সমস্ত বছর পুরুষানুক্রমে স্থায়ী।

25 তুমি পুরাকালে দুনিয়ার মূল স্থাপন করেছ,আসমানও তোমার হাতের রচনা।

26 সেগুলো বিনষ্ট হবে, কিন্তু তুমি স্থির থাকবে;সে সমস্ত কাপড়ের মত নষ্ট হয়ে যাবে,তুমি পরিচ্ছদের মতোই তাদের খুলে ফেলবে,ও তাদের পরিবর্তন হবে।

27 কিন্তু তুমি যে আছ সেই আছ,তোমার সমস্ত বছর কখনও শেষ হবে না।