জবুর শরীফ 103:13-19 BACIB

13 পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন,যারা মাবুদকে ভয় করে, তাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।

14 কারণ তিনিই আমাদের গঠন জানেন;আমরা যে ধূলিমাত্র, তা তাঁর স্মরণে আছে।

15 মানুষের আয়ু ঘাসের আয়ুর মতই;যেমন মাঠের ফুল, তেমনি সে প্রফুল্ল হয়।

16 তার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলেই তার অস্তিত্ব থাকে না,তার স্থানও তাকে আর চিনবে না।

17 কিন্তু মাবুদের অটল মহব্বত,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাদের উপরে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত থাকে;এবং তাঁর ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্ষিত হয়,

18 তাদের প্রতি, যারা তাঁর নিয়ম রক্ষা করে,ও তাঁর সমস্ত বিধি পালনার্থে স্মরণ করে।

19 মাবুদ বেহেশতে তাঁর সিংহাসন স্থাপন করেছেন,তাঁর রাজ্য কর্তৃত্ব করে সমস্ত কিছুর উপরে।