জবুর শরীফ 103:8-14 BACIB

8 মাবুদ স্নেহশীল ও কৃপাময়,ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান।

9 তিনি নিত্য অনুযোগ করবেন না,চিরকাল ক্রোধ রাখবেন না।

10 তিনি আমাদের প্রতি আমাদের গুনাহ্‌ অনুযায়ী ব্যবহার করেন নি,আমাদের অধর্মানুযায়ী প্রতিফল আমাদের দেন নি।

11 কারণ দুনিয়ার উপরে আসমান যত উঁচু,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাদের উপরে তাঁর অটল মহব্বত তত মহৎ।

12 পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী,তিনি আমাদের থেকে আমাদের অপরাধগুলো তেমনি দূরবর্তী করেছেন।

13 পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন,যারা মাবুদকে ভয় করে, তাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।

14 কারণ তিনিই আমাদের গঠন জানেন;আমরা যে ধূলিমাত্র, তা তাঁর স্মরণে আছে।