জবুর শরীফ 104:1-7 BACIB

1 হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।হে মাবুদ, আমার আল্লাহ্‌, তুমি অতি মহান;তুমি গৌরব ও মহিমা পরিহিত।

2 তুমি কাপড়ের মত আলো পরিধান করেছ,আসমানকে চন্দ্রাতপের মত বিস্তার করেছ।

3 তিনি পানির উপর তাঁর উপরিস্থ কক্ষের কড়িকাঠ স্থাপন করেছেন,তিনি মেঘকে তাঁর রথ করে থাকেন,বায়ুর পাখার উপরে গমনাগমন করেন।

4 তিনি বায়ুগুলোকে তাঁর দূত,আগুনের শিখাকে তাঁর পরিচারক করেন।

5 তিনি দুনিয়াকে তার ভিত্তিমূলের উপরে স্থাপন করেছেন;তা অনন্তকালেও বিচলিত হবে না।

6 তুমি দুনিয়াকে কাপড়ের মত করে সাগরের পানি দিয়ে আচ্ছাদন করেছিলে;পর্বতমালার উপরে পানি দাঁড়িয়েছিল।

7 তোমার ভর্ৎসনায় সেই পানি পালিয়ে গেল,তোমার বজ্রনাদে তা বেগে প্রস্থান করলো।