জবুর শরীফ 104:27-33 BACIB

27 এরা সকলেই তোমার অপেক্ষায় থাকে,যেন তুমি যথাসময়ে তাদের খাদ্য দাও।

28 তুমি তাদেরকে দিলে তারা সংগ্রহ করে;তুমি হাত খুললে তারা মঙ্গলে তৃপ্ত হয়।

29 তুমি নিজের মুখ আচ্ছাদন করলে তারা ভীষণ ভয় পায়;তুমি তাদের নিশ্বাস হরণ করলে তারা মৃত্যুবরণ করে,তাদের ধূলিতে ফিরে যায়।

30 তুমি নিজের রূহ্‌ পাঠালে তাদের সৃষ্টি হয়,আর তুমি ভূমিতল নবীন করে থাক।

31 মাবুদের গৌরব অনন্তকাল থাকুক,মাবুদ নিজের কাজে আনন্দ করুন।

32 তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করলে তা কাঁপে;তিনি পর্বতরাজিকে স্পর্শ করলে তারা ধূমায়িত হয়।

33 আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব;আমি যতকাল বেঁচে থাকি,আমার আল্লাহ্‌র প্রশংসা গজল গাইব।