জবুর শরীফ 105:21-27 BACIB

21 তিনি তাঁকে নিজের বাড়ির কর্তা করলেন,তাঁর সমস্ত সম্পত্তির মালিক করলেন,

22 যেন তিনি তাঁর কর্মকর্তাদেরকে ইচ্ছানুসারে নির্দেশ প্রদান করেন,ও তাঁর প্রধান ব্যক্তিবর্গকে জ্ঞান প্রদান করেন।

23 আর ইসরাইল মিসরে উপস্থিত হলেন,ইয়াকুব হামের দেশে প্রবাস করলেন।

24 আল্লাহ্‌ নিজের লোকদের অতিশয় বংশবৃদ্ধি করলেন,দুশমনদের থেকে তাদেরকে বলবান করলেন।

25 তিনি ওদের অন্তর এমনভাবে ফিরালেন যে,ওরা তাঁর লোকদেরকে ঘৃণা করলো,তাঁর গোলামদের প্রতি ধূর্ততার ব্যবহার করলো।

26 তিনি পাঠালেন তাঁর গোলাম মূসা ও হারুনকে,যাঁকে তিনি মনোনীত করেছিলেন।

27 তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন,হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন।