1 মাবুদের প্রশংসা হোক!মাবুদের প্রশংসা-গজল কর,কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
2 কে মাবুদের বিক্রমের সমস্ত কাজ বর্ণনা করতে পারে?কে তাঁর সমস্ত প্রশংসা তবলিগ করতে পারে?
3 সুখী তারা, যারা ন্যায় রক্ষা করে,যারা সতত ধর্মময়তা বজায় রাখে।
4 হে মাবুদ, তোমার লোকদের প্রতি তোমার যে মমতা,সেই মমতায় আমাকে স্মরণ কর;যখন তুমি তাদের উদ্ধার কর তখন আমার তত্ত্ব নিও;