13 তারা ত্বরায় তাঁর সমস্ত কাজ ভুলে গেল,তাঁর মন্ত্রণার অপেক্ষায় রইলো না;
14 কিন্তু মরুভূমিতে অত্যন্ত লোভ করলো,মরুভূমিতে আল্লাহ্র পরীক্ষা করলো।
15 তাতে তিনি তাদের প্রার্থিত বস্তু তাদেরকে দিলেন,কিন্তু তাদের মধ্যে ধ্বংসকারী একটি ব্যাধিও পাঠালেন।
16 আরও তারা শিবিরের মধ্যে মূসার প্রতি,ও মাবুদের পবিত্র লোক হারুনের প্রতি ঈর্ষা করলো।
17 ভূমি ফেটে গিয়ে দাথনকে গ্রাস করলো,অবীরামের সঙ্গীদেরকে আচ্ছাদন করলো।
18 তাদের সঙ্গীদের মধ্যে আগুন জ্বলে উঠলো;অনল-শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেললো।
19 তারা হোরেবে একটি বাছুর তৈরি করলো,ছাঁচে ঢালা মূর্তির কাছে সেজ্দা করলো।