জবুর শরীফ 106:3-9 BACIB

3 সুখী তারা, যারা ন্যায় রক্ষা করে,যারা সতত ধর্মময়তা বজায় রাখে।

4 হে মাবুদ, তোমার লোকদের প্রতি তোমার যে মমতা,সেই মমতায় আমাকে স্মরণ কর;যখন তুমি তাদের উদ্ধার কর তখন আমার তত্ত্ব নিও;

5 যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি,যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি,যেন তোমার অধিকারের সঙ্গে শ্লাঘা করি।

6 পূর্বপুরুষদের সঙ্গে আমরা গুনাহ্‌ করেছি,আমরা অপরাধী হয়েছি, অধর্ম করেছি।

7 আমাদের পূর্বপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য সমস্ত কাজ বুঝল না,তোমার বহু অটল মহব্বত স্মরণ করলো না,বরং সমুদ্রতীরে, লোহিত সাগরে, সর্বশক্তিমানের বিরুদ্ধাচরণ করলো।

8 তবুও তিনি তাঁর নামের অনুরোধে তাদেরকে উদ্ধার করলেন,যেন তিনি তাঁর মহাশক্তির কথা জানাতে পারেন।

9 তিনি লোহিত সাগরকে ধমক দিলেন, আর তা শুকিয়ে গেল,তিনি তাদেরকে পানির মধ্য দিয়ে চালালেন,যেমন মরুভূমি দিয়ে চালায়।