জবুর শরীফ 106:36-42 BACIB

36 আর ওদের মূর্তিগুলোর সেবা করলো,তাতে সেগুলো তাদের ফাঁদ হয়ে উঠলো;

37 ফলে তারা নিজেদের পুত্রদের,আর নিজেদের কন্যাদেরকে বদ-রূহ্‌দের উদ্দেশে কোরবানী করলো;

38 তারা নির্দোষদের রক্তপাত,নিজ নিজ পুত্র-কন্যাদেরই রক্তপাত করলো,কেনানীয় মূর্তিগুলোর উদ্দেশে তাদেরকে কোরবানী করলো;দেশ রক্তে অশুদ্ধ হল।

39 এভাবে তারা নিজেদের কাজে নাপাক,নিজেদের কর্মতে জেনাকারী হল।

40 তাতে নিজের লোকদের উপরে মাবুদের ক্রোধ জ্বলে উঠলো,তিনি নিজের অধিকারকে ঘৃণা করলেন।

41 তিনি তাদেরকে জাতিদের হাতে তুলে দিলেন,তাতে তাদের বিদ্বেষীরা তাদের উপরে কর্তৃত্ব করলো।

42 তাদের দুশমনরাও তাদের প্রতি জুলুম করলো,এবং তারা ওদের অধীনে নত হল।