44 তবুও তিনি যখন তাদের কাতরোক্তি শুনলেন,তখন তাদের সঙ্কটের প্রতি দৃষ্টিপাত করলেন।
45 তিনি তাদের পক্ষে তাঁর নিয়ম স্মরণ করলেন,নিজের অটল মহব্বতের মহত্ত্ব অনুসারে অনুশোচনা করলেন।
46 যারা তাদের বন্দী করেছিল,তাদের সকলের দৃষ্টিতে তিনি তাদেরকে করুণারপ্রাপ্ত করলেন।
47 হে মাবুদ, আমাদের আল্লাহ্, আমাদের উদ্ধার কর,জাতিদের মধ্য থেকে আমাদেরকে সংগ্রহ কর;যেন আমরা তোমার পবিত্র নামের শুকরিয়া করি,যেন তোমার প্রশংসার জয়ধ্বনি করি।
48 মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।সমস্ত লোক বলুক, আমিন।মাবুদের প্রশংসা হোক!