জবুর শরীফ 107:9-15 BACIB

9 কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে,তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।

10 লোকেরা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসেছিল,বন্দী হিসেবে ও লোহার শিকলে বাঁধা ছিল;

11 কারণ তারা আল্লাহ্‌র কালামের বিরুদ্ধাচরণ করতো,সর্বশক্তিমানের মন্ত্রণা তুচ্ছ করতো;

12 তাই তিনি তাদের অন্তর কঠিন পরিশ্রমে অবনত করলেন;তারা পড়ে গেল, সাহায্যকারী কেউ ছিল না।

13 সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো,আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করলেন।

14 তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া থেকে তাদেরকে বের করে আনলেন,তাদের বন্ধনগুলো কেটে ফেললেন।

15 লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,তাঁর অটল মহব্বতের দরুন,মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুন!