জবুর শরীফ 108:1-7 BACIB

1 আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্‌, আমার অন্তর সুস্থির;আমি কাওয়ালী গাইব, তোমার গৌরব করবো।হে আমার দিল, জাগ্রত হও।

2 জাগ্রত হও, নেবল ও বীণা;আমি ঊষাকে জাগ্রত করবো।

3 হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো,আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব।

4 কেননা তোমার অটল মহব্বত আসমানের চেয়ে মহৎ,তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।

5 হে আল্লাহ্‌, আসমানের উপরে উন্নত হও;সমস্ত দুনিয়ার উপরে তোমার গৌরব উন্নত হোক।

6 তুমি ডান হাত দিয়ে বিজয় দান কর, আমাকে উত্তর দাও,যেন তোমার প্রিয় ব্যক্তিরা উদ্ধার পায়।

7 আল্লাহ্‌ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করেছেন:আমি উল্লাসের সঙ্গে শিখিম বিভাগ করবো,ও সুক্কোতের উপত্যকা মাপব।