জবুর শরীফ 108:6-12 BACIB

6 তুমি ডান হাত দিয়ে বিজয় দান কর, আমাকে উত্তর দাও,যেন তোমার প্রিয় ব্যক্তিরা উদ্ধার পায়।

7 আল্লাহ্‌ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করেছেন:আমি উল্লাসের সঙ্গে শিখিম বিভাগ করবো,ও সুক্কোতের উপত্যকা মাপব।

8 গিলিয়দ আমার, মানশাও আমার;আর আফরাহীম আমার শিরস্ত্রাণ;এহুদা আমার বিচারদণ্ড;

9 মোয়াব আমার পা ধোয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা নিক্ষেপ করবো;পলেষ্টিয়ার উপরে জয়ধ্বনি করবো।

10 কে আমাকে ঐ দৃঢ় নগরে নিয়ে যাবে?কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখিয়ে দেবে?

11 হে আল্লাহ্‌, তুমি কি আমাদের ত্যাগ কর নি?হে আল্লাহ্‌, তুমি আমাদের সৈন্যদের সঙ্গে গমন কর না।

12 বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর;কেননা মানুষের সাহায্য মিথ্যা।