জবুর শরীফ 109:17-23 BACIB

17 সে বদদোয়া দিতে ভালবাসত, তা তারই প্রতি ঘটলো;দোয়া করতে তার ভাল লাগতো না,তাই সে তা থেকে দূরে রইলো।

18 সে বদদোয়াকে কাপড়ের মত পরতো,তা তার অন্তরে পানির মত প্রবেশ করলো,তার অস্থিতে তেলের মত প্রবিষ্ট হল।

19 তা তার পক্ষে পরিধানের পোশাকের মত,ও প্রতিদিনের কোমড়-বন্ধের মত হোক।

20 আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা দুর্বাক্য বলে,তারা যেন মাবুদ থেকে যেন এই ফল পায়।

21 কিন্তু, তুমি হে মাবুদ, আমার মালিক,নিজের নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর;তোমার অটল মহব্বত মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।

22 কেননা আমি দুঃখী ও দরিদ্র,এবং আমার হৃদয় আহত হয়েছে।

23 আমি সন্ধ্যাকালীন ছায়ার মত বিলীন হচ্ছি,পঙ্গপালের মত ইতস্তত চালিত হচ্ছি।