5 তারা আমার উপরে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল,আমার প্রেমের পরিবর্তে হিংসা রেখেছে।
6 তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত কর;বিপক্ষ তার ডান পাশে দাঁড়িয়ে থাকুক।
7 বিচারে সে দোষী সাব্যস্ত হোক,তার মুনাজাত গুনাহ্রূপে গণিত হোক।
8 তার আয়ু অল্প হোক,অন্য ব্যক্তি তার নেতৃত্বপদ নিয়ে যাক।
9 তার সন্তানেরা এতিম হোক,তার স্ত্রী বিধবা হোক।
10 তার সন্তানেরা ভ্রমণ করতে করতে ভিক্ষা করুক,নিজেদের উৎসন্ন স্থান থেকে দূরে দূরীভূত হোক।
11 মহাজন তার সর্বস্ব আটক করুক,অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।