108 হে মাবুদ, আরজ করি,আমার স্বেচ্ছায় দেওয়া মুখের সমস্ত উপহার গ্রাহ্য কর,ও তোমার সমস্ত অনুশাসন আমাকে শিক্ষা দাও।
109 আমার প্রাণ নিরন্তর আমার হাতের মুঠোয় থাকে,তবুও আমি তোমার শরীয়ত ভুলে যাই না।
110 দুষ্টরা আমার জন্য ফাঁদ পেতেছে,কিন্তু আমি তোমার আদেশমালা থেকে বিপথগামী হই না।
111 তোমার নির্দেশগুলো আমি চিরতরে অধিকার করেছি,কারণ সেই সমস্ত আমার অন্তরের আনন্দ বৃদ্ধি করে।
112 আমি তোমার বিধিগুলো পালন করতে মনকে অবনত করেছি,চিরকালের জন্য, শেষ পর্যন্ত।
113 আমি দ্বিমনাদের ঘৃণা করি,কিন্তু তোমার শরীয়ত মহব্বত করি।
114 তুমি আমার অন্তরাল ও আমার ঢাল;আমি তোমার কালামে প্রত্যাশা রাখি।